গাজীপুর:দুপুর বেলা ১২ টা। গাজিপুর সিটি করপোরেশনের বড়বাড়ী এলাকার ৩৭ নং ওয়ার্ডের মির্জা ইব্রাহিম মেমোরিয়াল স্কুল ভোটকেন্দ্র। কেন্দ্রের বাইরে ভোটারের লম্বা লাইন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কেন্দ্রেরই একটি বুথের ভোট দিতে ঢুকেন এক তরুনী। যথারীতি তাকে দুই কাউন্সিলর প্রার্থীর ব্যালট পেপার দেয়া হয়। তৃতীয়টি অর্থ্যাৎ মেয়র প্রার্থীর ব্যালট নিতে গেলে সেখানে থাকা কয়েকজন জানায়, ‘মেয়রে ভোট দেয়া লাগবে না।
এ ভোট তারা নিজেরাই দিয়ে দিচ্ছে।’ তাকে আরো জানানো হয়, তার ব্যালটে সিলমারা হয়ে গেছে। পরে দুই কাউন্সিলর প্রার্থীকে ভোট দিয়ে বের হয়ে আসেন প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া এ নারী। নাম প্রকাশে অনিচ্ছুক এই নারী আরো জানান, ওই স্কুলের দুই তলার কক্ষগুলোতে জাল ভোটের এসব ঘটনা ঘটছে। তিনি বলেন, তারা মেয়র প্রার্থীর ব্যালটে আগে থেকেই নৌকা প্রতীকে সিল মেরে রেখেছে। কোন ভোটার গেলে তাকেু দু’টি ব্যালট পেপার দিচ্ছে। বাকি মেয়রের ভোট তারা নিজেরা দিচ্ছে। একই ওয়ার্ডে পাশ্ববর্তী হাজী আবদুল লতিফ প্রাথমিক বিদ্যালয়েও একই অবস্থা বিরাজ করছে। দুপুর দেড়টার দিকে জানা গেছে, এ কেন্দ্রটিতে নৌকার পাশপাশি কাউন্সিলর প্রার্থীর প্রতীক ঠেলাগাড়িতেও সিলমারা রয়েছে। সেখানে শুধুমাত্র একজন কাউন্সিলর প্রার্থীকেই ভোট দিতে পারছেন ভোটাররা।