রাশিয়া বিশ্বকাপে চমক দেখাতে পারেননি ব্রাজিল তারকা নেইমার। ব্রাজিলের নকআউট পর্ব এখনও নিশ্চিত না হলেও নেইমারের পারফরমেন্স নিয়ে চিন্তিত সমর্থকরা।
দলের তারকা ফুটবলার এমন ঢিলেঢালা পারফরম্যান্সের কারণ হিসেবে বেরিয়ে এসেছে বাবার তার সঙ্গে মাঠে না থাকা।
নেইমারের জীবনযাপন ও ক্যারিয়ারের বেশিরভাগ সিদ্ধান্তই তার বাবা নিয়ে থাকেন, এমনটাই ধারণা অনেকের। বার্সেলোনা ছেড়ে নেইমারের প্যারিস সেন্ট জার্মেইয়ে যাওয়ার সিদ্ধান্তটাও তার বাবারই ছিল বলেও মত দিয়েছেন কেউ কেউ। রাশিয়াতে থেকেও সেই বাবা নেইমারের সঙ্গে মাঠে যেতে পারছেন না।
নেইমারের সঙ্গে একই হোটেলে উঠেছেন তার বাবা। ছেলের অনুশীলনেও যাচ্ছেন তিনি। তাই প্রথমে ধারণা করা হয়েছিলো ব্রাজিল ফুটবল ফেডারেশনের অংশ হিসেবেই হয়তো রাশিয়া আছেন নেইমারের বাবা।
কিন্তু ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নেইমারের বাবা ফেডারেশনের অংশ নয়।