ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তিনটি কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্র তিনটি হলো- পূবাইল উচ্চ বিদ্যালয়, কোনাপাড়ার জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়, কাশিমপুরের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে এই সিটিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নাম প্রকাশ না করার শর্তে এক ভোটার জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা জোর করে কেন্দ্রে প্রবেশ করে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে জাল ভোট দিচ্ছেন। কেন্দ্রের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকলেও তারা কিছু বলছেন না।
উল্লেখ্য, গাজীপুরে মোট ভোটার আছেন ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। নতুন ভোটার একলাখ ১১ হাজার। শ্রমিক ভোটার দুই লাখের বেশি। সিটির ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৩৩৭টিকে ঝুঁকিপূর্ণ ও ৮৮টিকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।