গাসিক নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের নানা উদ্যোগ, গ্রেফতার না করার নির্দেশ জারী

Slider টপ নিউজ

35972443_1957842117594390_1135085115311915008_n

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: কাল ২৬ জুন অনুষ্ঠিত হচ্ছে গাজীপুর সিটি নির্বাচন। এই নির্বচান সুষ্ঠু ও অবধা করতে নির্বাচন কমিশন নানা ধরণের উদ্যোগ নিয়েছে। প্রতিটি ওয়ার্ডে নিজস্ব পর্যবেক্ষক নিয়োগ ছাড়াও নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত পরোয়ানায় ছাড়া কাউকে গ্রেফতার না করার নির্দেশ জারী করেছে কমিশন। একই সঙ্গে ভোটারদের ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেয়া হয়েছে। আইন শঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা ১১ হাজার থেকে ১৪ হাজারের উন্নীত হয়েছে।

সরকারী ও বেসরকারী সূত্রে এ সব তথ্য জানা গেছে।

এদিকে গতরাতে ধানের শীষের ৮জন কর্মীকে আটক করা হয়েছে বলে মিডিয়া সেল দাবী করেছে। মিডিয়া সেল থেকে বলা হয়েছে, অসংখ্য কর্মী, এজেন্ট ও নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ধানের শীষের নেতাদের বাড়ি বাড়ি পুলিশের অভিযান হয়েছে বলে দাবী করেছে মিডিয়া সেল।

31350426_2070229833236307_8317051671595188224_n

গাজীপুর মহানগরের ৫৭টি সাধারণ এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন ভোটার রয়েছেন । এর মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী ভোটার।

এই নির্বাচনে সাতজন মেয়র পদে ও ৮৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে একজন মেয়র, ৫৬ জন পুরুষ কাউন্সিলর ও ১৯ জন নারী কাউন্সিলর সংরক্ষিত আসনে বিজয়ী হবেন। একজন পুরুষ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় ৫৬ পদে নির্বাচন হচ্ছে। গাসিকে মোট জনপ্রতিনিধি হলেন ৭৭জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *