২৭ বছরের মধ্যেই নাকি বিয়ে করে স্ত্রী, সন্তান নিয়েই সংসার করতে চেয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। কিন্তু, বয়স ৩০ পেরিয়ে গেলেও এখনও সাতপাকে বাঁধা পড়েননি হৃষি কাপুর পুত্র।
তাই আর দেরি নয়, এবার আলিয়া ভাটকে বিয়ে করে স্ত্রী ও সন্তান নিয়ে ঘর করতে চান রণবীর। এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম।
সম্প্রতি আলিয়া ভাট-এর সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর কাপুর। ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিংয়ের সময় থেকেই নাকি আলিয়া এবং রণবীরের সম্পর্কের সূত্রপাত। যা নিয়ে বলিউডে জোর গুঞ্জন শুরু হয়েছে। আলিয়া এবং রণবীরের বাড়ি থেকে এ বিষয়ে কেউ কোনও মন্তব্য না করলেও ভাট কন্যার সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চান কাপুর পুত্র। যা নিয়ে নিতু কাপুর এবং রণবীরের দিদি রিদ্ধিমা কাপুরও বেশ উচ্ছ্বসিত।
অন্যদিকে, আলিয়া এবং রণবীরের সম্পর্ক নিয়ে নাকি একেবারেই খুশি নন ভাট পরিবার। সম্প্রতি আলিয়ার দিদি পূজা ভাটের কথা থেকেও সেই ইঙ্গিতই পাওয়া যায়।