পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঈদে ঘরমুখো মানুষের চাপ কমতে শুরু করেছে। যার ফলে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কিছুটা কমেছে বলে জানান ঘাট সংশ্লিষ্টরা।
শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় রয়েছে দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায়। অপেক্ষমাণ যানবাহনের মধ্যে ব্যক্তিগত ছোট গাড়ির সংখ্যাই বেশি।
পাটুরিয়া ফেরিঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঈদে ঘরমুখো মানুষের চাপ কমতে শুরু করেছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। সবশেষ ঘাট এলাকায় শতাধিক ছোট গাড়ি এবং ৭০/৮০টি যাত্রীবাহী পরিবহন ও ৩০/৪০টি ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। সন্ধ্যার মধ্যেই যানবাহনগুলো পারাপার করা সম্ভব হবে বলেও জানান তিনি।