গাজীপুর: ২৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে গাসিক নির্বাচন। এই নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও মূল প্রতিদ্বন্ধিতা হচ্ছে নৌকা ও ধানের শীষের মধ্যে। স্থগিত থেকে আবার শুরু হওয়া এই নির্বাচনের ফলাফল কি হয় তা নিয়ে নানা সীকরণ কষছেন ভোটাররা। কেউ বলছেন, স্থগিত হওয়ার সময়টা নৌকার জন্য ভাল, কেউ আবার বলছেন ধানের শীষের জন্য ভাল। আবার অনেকে বলছেন, খুলনা স্টাইলে নির্বাচন হলে পরিস্থিতি ভাল মন্দ কোনটাই বিবেচ্য বিষয় নয়। তবে সময় বলবে কে হবে গাসিকের মেয়র।
আওয়ামীলীগের গোপন সূত্র বলছে, খুলনার মত গাজীপুরেও আমাদের বিজয় হবে। গাজীপুরে আওয়ামীলীগের কোন্দল নেই। আশা করছি জাহাঙ্গীর আলম মেয়র হবেন।
বিএনপি বলছে, খুলনার মত হবে না। কারণ ইতোমধ্যে রাজনীতির বাতাস ভারী হয়েছে। সরকার লুট করে নতুন কলংক নিলে জাতীয় নির্বাচনে খারাপ করবে। তাই আমরা আশা করি সুষ্ঠু ভোট হবে। আর সুষ্ঠুভোট হলে ধানের শীষ পাশ করবে।
সাধারণ ভোটাররা বলছেন, যে কেউ পাশ করুক, আপত্তি নাই। আমরা চাই সুষ্ঠু ভোট হউক।