হোয়াইট হাউজে ইফতার আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার এই ইফতারের আয়োজন করা হয়। এবার রীতি ভেঙে আমেরিকান মুসলিমদের বাদ দিয়েই এ ইফতার আয়োজন করা হয়।
গত বছর হোয়াইট হাউজের রীতি অনুযায়ী মুসলমানদের নিয়ে ইফতার আয়োজন করেননি ট্রাম্প। এবারই প্রথমবারের মতো ট্রাম্পের ইফতার আয়োজন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শাসনামল থেকে হোয়াইট হাউজে প্রতিবছর রমজানে বিভিন্ন দেশের কূটনৈতিক, মন্ত্রিসভার সদস্য এবং স্থানীয় মুসলিমদের সংগঠনদের প্রতিনিধিদের নিয়ে এ ইফতার আয়োজন করার রীতি ছিল।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স জানান, ইফতারে ৩০-৪০ জন অতিথি উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাত, মিসর, তিউনিসিয়া, কাতার, বাহরাইন, মরোক্কো, আলজেরিয়া, লিবিয়া, কুয়েত, গাম্বিয়া, ইথিওপিয়া, ইরাক ও বসনিয়ার প্রতিনিধিরা ইফতারে উপস্থিত ছিলেন।
সূত্র: ফক্স নিউজ