সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ‘যৌতুক না দেওয়ায়’ গৃহবধূর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূ নিজে বাদী হয়ে স্বামীসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
আসামিরা হলো- গৃহবধূর স্বামী রায়গঞ্জ উপজেলার সড়াই হাজিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম, তার মা, বাবা ও বোন।
গৃহবধূর অভিযোগ, যৌতুকের জন্য স্বামী জাহাঙ্গীর আলম তাকে প্রায়ই নির্যাতন করত। গত বৃহস্পতিবার আবারো যৌতুকের টাকার জন্য তার স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি ও ননদ তার মাথা ন্যাড়া করে ঘরে আটকে রাখেন।
সোমবার কৌশলে মুক্ত হয়ে মা ও ভাইকে মোবাইলে ফোনে জানালে তারা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করেন।
রায়গঞ্জ থানার পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। আর গৃহবধূ তার বাবার বাড়িতে আছেন।