অহনার ‘বোম্বাই দুলাল’ মীর সাব্বির

Slider বিনোদন ও মিডিয়া

015553_bangladesh_pratidin_sabiir

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিত হয়েছে নাটক ‘বোম্বাই দুলাল’। অভিনয়ের পাশাপাশি নাটকটি রচনা ও পরিচালনাও করেছেন মীর সাব্বির।

এতে মীর সাব্বিরের বিপরীতে রয়েছেন অভিনেত্রী অহনা।
ইতোমধ্যে সাব্বির ও অহনা জুটির নাটকগুলো দর্শকদের কাছে থেকে প্রশংসা কুড়িয়েছে।

সম্প্রতি ‘বোম্বাই দুলাল’ নাটকটির দৃশ্যায়নের কাজ সম্পন্ন হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা যায়। এই নাটকে একটি গান ব্যবহার করা হয়েছে। আর গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পলাশ। ঈদুল ফিতরে ‘বোম্বাই দুলাল’ নাটকটি গাজী টিভিতে প্রচারিত হবে বলে জানান নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *