সৌদি আরব চায় না কাতারের কাছে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিক্রি করুক রাশিয়া। তবে সৌদি আরবের আপত্তি থাকলেও কাতারের কাছে অস্ত্র বিক্রি করবে বলে জানিয়েছেন রুশ সংসদের উচ্চ কক্ষের সদস্য ও প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির উপ-চেয়ারম্যান আলেক্সেই কন্দ্রাতিয়ে। তিনি বলেছেন, ‘সৌদি আরব বিরোধিতা করলেও কাতারকে এই প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে রাশিয়া।’
স্পুটনিক নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আলেক্সেই কন্দ্রাতিয়ে বলেন, রাশিয়া নিজের স্বার্থ দেখবে। কাতারকে এস-৪০০ সরবরাহ ও রাষ্ট্রীয় কোষাগারের জন্য অর্থ আয়। এটার সঙ্গে সৌদি আরবের অবস্থানের কোনও সম্পর্ক নেই, রাশিয়ার এই পরিকল্পনার বদল হবে না। ওই অঞ্চলে সৌদি আরবের প্রভাব রয়েছে এটা স্পষ্ট কিন্তু কাতারও এস-৪০০ ব্যবস্থা দিয়ে নিজেদের সামরিক শক্তি বাড়াতে পারবে। ফলে সৌদি আরবের উদ্বেগের বিষয়টি অনুধাবন করা যায়।
আলেক্সেই কন্দ্রাতিয়েভ বলেন, যুক্তরাষ্ট্রের মদদেই রাশিয়া-কাতারের চুক্তির বিরোধিতা করছে সৌদি আরব।
এর আগে ফ্রান্সের দৈনিক পত্রিকা লে মন্ডে জানায়, সৌদি আরবের বাদশাহ সালমান কাতারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন। সালমান বলেছিলেন, ‘কাতার যদি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনে, তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়া হবে।’
প্রায় এক বছর ধরে কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে চারটি আরব দেশ অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ জারি রেখেছে।