তামাক ব্যবহারে বছরে মৃত্যু ৫৭ হাজার

জাতীয়
press clubeতামাক ব্যবহারের কারণে দেশে প্রতিবছর ৫৭ হাজার মানুষের মৃত্যু ও ৩ লাখ ৮২ হাজার মানুষ পঙ্গু হন বলে তথ্য প্রকাশ করেছে অ্যালায়েন্স ফর কো-অপারেশন অ্যান্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব)।

সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অ্যালায়েন্স ফর কো-অপারেশন অ্যান্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) আয়োজিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধন) ২০১৩ এবং আমাদের করণীয়’ শীর্ষক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় বক্তরা বলেন, ধূমপায়ী ও পরোক্ষ ধূমপানের কারণে উভয়েরই স্ট্রোক, হার্টঅ্যাটাক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, ব্রঙ্কাইটিস, যক্ষ্মা, কণ্ঠনালী ও শ্বাসতন্ত্রের রোগ, হাঁপানিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তামাক ব্যবহারজনিত কারণে প্রতিবছর বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির প্রায় ৫ হাজার কোটি টাকা।

বক্তরা আরও বলেন, ২০০৫ সালে আইন পাস হওয়ার পর প্রকাশ্যে বিজ্ঞাপন দেওয়া বন্ধ হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। তবে তামাকজাত কোম্পানিগুলো কৌশলে তাদের বিজ্ঞাপন দিচ্ছে। এটা আইনের মাধ্যমে বন্ধ করা প্রয়োজন।

আলোচনা সভায় একলাব-এর সহকারী পরিচালক সৈয়দ তারিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসরাত চৌধুরী, আমিনুল হাসান, অ্যাডভোকেট সৈয়দ মাহাবুব আলম তাহির, আমিনুল ইসলাম বকুল, প্রফেসর সোহেল রেজা চৌধুরী, অ্যাডভোকেট ফজলু রহমান, নজরুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *