কিছুদিন আগেই জনি ডেপের কাছ থেকে বিচ্ছেদ বাবদ পাওয়া সব অর্থ দান করেছিলেন একটি মার্কিন শিশু হাসপাতালে। এবার এক সিরীয় শরণার্থীর পাশে দাঁড়ালেন আম্বার হার্ড। ১২ বছর বয়সী ওয়েম আক্রান্ত দুরারোগ্য ব্যাধিতে, যে রোগের চিকিৎসায় জন্য নিয়মিতই তার শরীরে রক্ত নিতে হয়। এ জন্য প্রতি মাসে কমপক্ষে এক হাজার ডলার প্রয়োজন। গরিব শরণার্থী পরিবারের জন্য এই খরচ বহন অসম্ভব। তাই ‘জাস্টিস লীগ’ তারকা ওয়েমকে বাঁচাতে সাহায্য চান নিজের ভক্তদের। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, ‘সে খুবই জটিল একটা রোগের সঙ্গে যুদ্ধ করছে। এই সুন্দর আত্মার সাহায্যে সবাই এগিয়ে আসুন।’ ৩২ বছর বয়সী অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা প্রায় ১০ লাখ। তাদের উদ্দেশ্যে ওয়েমের সঙ্গে নিজের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন হার্ড। এর আগে জর্দানে বেশ কয়েকটি সিরীয় শরণার্থী শিবির পরিদর্শন করেছিলেন তিনি।