বাড়ছে তাপপ্রবাহ

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

untitled-1_2445

পরিবর্তন আসছে আবহাওয়ায়। শুরু হচ্ছে ভ্যাপসা গরম। এ গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। রাজধানী ঢাকায় ইতোমধ্যে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটেছে।

সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

ভ্যাপসা গরমে রাজধানী ঢাকার জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ অবস্থা। গত কদিন ধরে ঢাকায় আবহাওয়া পরিবর্তনজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই।

বর্তমানে চলছে জ্যৈষ্ঠ মাস। প্রকৃতিতে প্রখর খরতাপ থাকার কথা থাকলেও জলবায়ু পরিবর্তনজনিত কারণে এবার বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের আগাম বৃষ্টিপাতে নগরবাসী তেমন গরম অনুভব করেনি। গত দুদিন বৃষ্টিপাত কম হওয়ার পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যার ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদরা জানান, জ্যৈষ্ঠ মাসে খরতাপূর্ণ আবহাওয়া থাকাটাই স্বাভাবিক। তবে এ বছর বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কম ছিল। গত দুই দিন দরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গরম বেশি অনুভব হচ্ছে। আগামী তিন-চার দিন পর বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা আরও বেশি। তখন গরম আরও বৃদ্ধি পেতে পারে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গরমে ছোট-বড় সবার নাভিশ্বাস অবস্থা। বয়স্ক, শিশু এবং শ্রমজীবী মানুষের অবস্থা বেশি খারাপ। সূর্যের প্রচণ্ড তাপে খোলা আকাশের নিচে বেশিক্ষণ হাঁটা যায় না।

কয়েক দিনের গরমে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। রাজধানীর আইসিডিবিআরবি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬২৪ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহিন সুলতানা জানান, দেশের ২৮ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৭৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *