রাঙামাটি: রাঙামাটির কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে এক পথচারি মহিলা নিহত এবং আরেকজন আহত হয়েছেন। নিহত মহিলার নাম চুংগুলা চাকমা। আহত হরিধর চাকমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে দশটার সময় ইউপিডিএফ নিয়ন্ত্রিত ঘাগড়ার চেলাছড়া নোয়াপাড়া এলাকায় মেলা দেখতে যাওয়ার পথে অস্ত্রধারী দুর্বৃত্তরা অতর্কিত ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই চুংগুলা চাকমা(৩০) মারা যায়।
এসময় হরিধর চাকমা (৪৫) নামের আরেক পথচারি গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চন্দ্রঘোনাস্থ মিশন হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর ঘাগড়া থেকে সেনাবাহিনী এবং কাউখালী থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ নীলু কান্তি বড়–য়া।
এ ব্যাপারে কাউখালী উপজেলা জেএসএস নেতা সুবাস চাকমা ইউপিডিএফ-এর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন তাদের অন্তর্কলহের কারনে নিরীহ পথচারী নিহত এবং আহত হয়েছেন। অপরদিকে ইউপিডিএফ-এর নেতা রাকেল তংচঙ্গ্যা জানিয়েছেন তাদের নিয়ন্ত্রিত এলাকায় জেএসএস অর্তকিত হামলা চালিয়ে ব্রাশ ফায়ার করলে এ ঘটনা ঘটেছে।