‘বাপ্পা স্বামী ছিল, প্রেমিক ছিল না’

Slider বিনোদন ও মিডিয়া

untitled-1-recovered_116

নৃত্যশিল্পী-অভিনেত্রী মেহবুবা মাহনুর চাঁদনীর সাথে বিচ্ছেদের পর মঙ্গলবার আরেক অভিনেত্রী তানিয়া হোসাইনের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে সুরকার-শিল্পী বাপ্পা মজুমদারের।

তবে বাপ্পার সাথে বিচ্ছেদ নিয়ে এতো দিন তেমন কিছু না বললেও তানিয়ার সাথে বাগদানের পর মুখ খুললেন চাঁদনী।

বুধবার চাঁদনী গণমাধ্যমকে বলেন, ‘বাপ্পার সঙ্গে আমার কখনও প্রেম ছিল না, সেটেলড বিয়ে ছিল ওটা। আমি বাপ্পাকে ভালোবাসি, কিন্তু স্বামী হিসেবে; প্রেমিক ছিল না সে আমার।

২০০৮ সালের ২১ মার্চ পারিবারিকভাবে বিয়ে হয়েছিল একই অঙ্গনের দুই তারকা বাপ্পা ও চাঁদনীর।

চাঁদনীর সঙ্গে টানাপড়েনের মুখে আরেক অভিনেত্রী তানিয়ার সঙ্গে বাপ্পার বিয়ের খবর সম্প্রতি প্রকাশ হয়েছে।

১৬ মে রাতে রাজধানীর পশ্চিম পান্থপথে তানিয়ার বাসায় তাদের বাগদান হয়। আংটির ছবি ফেইসবুকে প্রকাশ করেছেন তানিয়া।

বাগদানের বিষয়টি স্বীকার করে বাপ্পা বলেছেন, ‘বিয়ের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। দুই পরিবারের সঙ্গে কথা বলেই তারিখটা নির্ধারণের প্রস্তুতি চলছে।’

তানিয়া এর আগে ২০১০ সালের ৩০ মার্চ চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাসকে বিয়ে করেছিলেন। মাত্র এক বছর টিকেছিল তাদের দাম্পত্য জীবন।

এদিকে তানিয়া-বাপ্পার নতুন জীবনের শুভকামনাও জানিয়েছেন চাঁদনী। তিনি বলেন, ‘কোথাও না কোথাও মানুষ সুখ পেতেই চায়। আর সুখ যদি না পায় তাহলে মানুষের জীবন মানুষ বরবাদ করে দেয়। যেমন করছে অন্যরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *