সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হত্যা করা হয়েছে, এমন গুঞ্জনের মুখে তাঁর একটি নতুন ছবি প্রকাশ করেছে দেশটির রাজপরিবার। ওই ছবিতে দেখা যায়, যুবরাজ কাউন্সিল ফর ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সের সভায় সভাপতিত্ব করছেন। এদিকে তিনি হাসপাতালে ভর্তি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে তাঁর স্বাস্থ্যের খবর নিয়েছেন বলে গতকাল বুধবার জানিয়েছে সৌদি প্রেস অ্যাজেন্সি।
গত সপ্তাহে অস্ত্রোপচারের পর কিছু জটিলতা নিয়ে পশ্চিম তীরের হাসপাতালে ভর্তি হন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। এর আগের দিন সৌদি যুবরাজ মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন। ২১ এপ্রিলের পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। আরব নিউজ