মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সরকারি খরচ কমাতে মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমিয়ে ফেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মাহাথির দ্বিতীয়বারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাপ্তাহিক বৈঠক করেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এর আগে মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে মাহাথির জানিয়েছিলেন, কয়েকটি সরকারি দফতরের প্রধানদের বাদ দেওয়া হবে। তিনি বলেন, নির্দিষ্ট কয়েকটি দফতরের প্রধানদের অবশ্যই বাদ পড়তে হবে। আমরা দেখেছি কিছু লোক সাবেক প্রধানমন্ত্রীকে সহায়তা করেছে, পোষণ করেছে। অথচ সারা বিশ্ব তাকে ক্লেপটোক্রাট বা সম্পদ চুরি করা শাসক আখ্যা দিয়েছে।
মন্ত্রীদের বেতন কমানোর ব্যাপারে মাহাথির আরও বলেন, আমাদের দেশের অর্থনৈতিক সমস্যা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমি যখন ১৯৮১ সালে প্রধানমন্ত্রী হয়েছি, তখনও মন্ত্রী ও আমলাদের বেতন কমিয়েছিলাম। এবারও তা করতে যাচ্ছি। যদিও আমলাদের তুলনায় মন্ত্রীদের বেতন কম।
তবু আমরা মন্ত্রীদের বেতন আরো কমাব।