ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সংসদ সদস্য বদির বিরুদ্ধে মাদক ব্যবসা সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে আছে। আমরা সেই অভিযোগগুলো সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছি। বদির বিরুদ্ধে অভিযোগ আছে, তথ্য-প্রমাণ নাই।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন, দেশে কোনো ক্রসফায়ার হচ্ছে না, যা হচ্ছে বন্দুকযুদ্ধ। এ যাবৎ দুই হাজারের বেশি মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করে জেল দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশ সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, পুলিশ, র্যাব, সাংবাদিক যারাই মাদকের ব্যবসার সঙ্গে যুক্ত থাকবে তাদের ছাড় নয়।
উল্লেখ্য, সারাদেশে মাদকবিরোধী অভিযানে গত ১৪ই মে থেকে এ পর্যন্ত ৩৮ ব্যক্তি নিহত হয়েছেন।