ঈদের আগে-পরে ৪ দিন সিএনজি স্টেশন খোলা রাখার ঘোষণা কাদেরের

Slider সারাদেশ

121525b3d6d5190b78a1ff660060f1f6-59984679acfa5

সোনারগাঁ (নারায়ণগঞ্জ: ঈদের আগের দিন ও পরের দুদিন মিলিয়ে মোট চারদিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এক সভায় তিনি এ ঘোষণা দেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণে আয়োজিত ওই সভায় ওবায়দুল কাদের বলেন, যানজট নিরসনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঈদে ঘরমুখী মানুষের বাড়িতে যাওয়ার সময় যাতে কোনোপ্রকার ভোগান্তি না হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় চার দিন ধরে সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। আগামী ৮ জুনের মধ্যে মহাসড়কের সব সংস্কারকাজ শেষ করারও নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *