জার্মানির স্টাইলে খেলতে চান মেসি

Slider খেলা

162111mess_kalerkantho_pic

গত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে কাঁদিয়েছিল জার্মানি। ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে ১-০ গোলের সেই হারে পূরণ হয়নি ফুটবল জাদুকর লিওনেল মেসির শিরোপা জয়ের স্বপ্ন। এবার রাশিয়ায় প্রতিশোধের সুযোগ পেলেও পেতে পারেন হোর্হে সাম্পাওলির ফুটবলাররা। কিন্তু মেসির কথার মোদ্দা মানে, প্রতিশোধ নিতে হলে আর্জেন্টিনাকে খেলতে হবে জার্মানির মতোই।

পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি আর্জেন্টিনার এক টিভি চ্যানেলে জার্মান ফুটবলের প্রতি তার অপরিসীম শ্রদ্ধা জানিয়ে বলেন, বিশ্বের সেরা ফুটবল অবকাঠামো রয়েছে টমাস মুলারদের দেশে। এবং সেটাকেই ‘রোল মডেল’ ধরে নিয়ে এগিয়ে যাওয়া উচিত আর্জেন্টিনার।

মেসির ভাষায়, ‘আমাদের দলকে আরও জার্মানির মতো হয়ে ওঠা দরকার। ওদের মতোই প্রস্তুতি নিতে হবে। হঠাৎ করে প্রস্তুতি শুরু করে না ওরা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে এগিয়ে চলে। অসাধারণ অবকাঠামো আছে বলেই ওদের কখনও ভাল ফুটবলারের অভাব হয় না। চাইলে ওরা বিশ্বকাপে দুটি দল নামিয়ে দিতে পারে। কনফেডারেশন কাপে তো প্রায় সেটাই করেছিল জার্মানি। আর চ্যাম্পিয়নও হয়ে যায়।’

জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশন যেভাবে ২০২২ সাল পর্যন্ত ম্যানেজার জোয়াকিম লোর সঙ্গে চুক্তি করে নিয়েছে তারও প্রশংসা করেন মেসি, ‘এটার মানে দাঁড়াচ্ছে একটাই। এখনই ওরা পরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সত্যিই এতটা ভাবা যায় না।’

মেসি মনে করেন জার্মান ফুটবল পরিকাঠামোর গভীরতার জন্যই তাদের প্রস্তুতির ধরনও সম্পূর্ণ আলাদা, ‘আমার সব সময়ই মনে হয়, জার্মানরা একেবারে অন্য রকম ভাবে কাজ করে। অনেককে সুযোগ দেয়। প্রত্যেকে নিজের মতো খেলতে পারে। একেবারে শেষে চূড়ান্ত বিচার হয়। আমার তো তাই খুব ভালো লাগে ওদের সব কিছু।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *