ফিলিস্তিনিদের জন্য রমজান মাসে মিসরের রাফাহ সীমান্ত খুলে রাখছে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। গতকাল বৃহস্পতিবার তিনি এই সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দেন। খবর আরব-নিউজের।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘ফিলিস্তিনি ছিটমহলের দুর্দশা কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গত সোমবার ও মঙ্গলবার গাজা উপত্যকায় ভূমি দিবস উপলক্ষে আন্দোলনরত ৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হামাসের কাছে থাকলেও এর সীমান্ত তাদের দখলে নেই। রাফাহ সীমান্ত মিসরের দখলে এবং এরেজ সীমান্ত ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। ২০১৩ সালে সিনাই উপদ্বীপ অঞ্চলে মিসরীয় বাহিনীর ওপর হামলার পরই এই সীমান্ত বন্ধ করে দেয় মিসর।