ভারত সরকারের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি বিভাগের সম্প্রসারিত অংশের নির্মাণ কাজ শেষে বিভাগের কার্যক্রম শুরু করার জন্য রোববার চাবি হস্তান্তর অনুষ্ঠান বিভাগীয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সম্প্রসারিত অংশের নির্মাণকারী প্রতিষ্ঠান হোসেন ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী এম এ হোসেনের নিকট হতে চাবি গ্রহণ করে ইনস্টিটিউটের পরিচালক সুলতান আহমদ-এর নিকট হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে একাডেমিক কমিটির সদস্যরা এবং হিন্দি বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ড. আরেফিন সিদ্দিক হিন্দি বিভাগের সম্প্রসারিত অংশের নির্মাণে আর্থিক সহযোগিতার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, “এ বিভাগ শুধু হিন্দি নয়, ভারতের অন্যান্য ভাষা শিক্ষার ব্যাপারেও উদ্যোগ নেবে।”
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর নীতিকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে এ বিভাগ কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ভিসি।
ভাষার দূরত্ব কমিয়ে পরস্পরের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনের প্রতি গুরুত্ব দেন ভিসি। বর্তমানে ঢাকা বিশ্বদ্যিালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বিশ্বের ১৪টি ভাষা শিক্ষা দেয়া হয় বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে এ ইনস্টিটিউটটি বিশ্বভাষা ইনস্টিটিউট হিসাবে পৃথিবীতে পরিচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভিসি।
শিগগিরই ভারত সরকারের প্রতিনিধি, কূটনীতিক ও সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে সম্প্রসারিত অংশের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।