কক্সবাজারের টেকনাফে মোটরসাইকেলের তেলের ট্যাংকি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় মোটর সাইকেলের চালককেও আটক করা হয়। রবিবার সন্ধ্যায় টেকনাফের বরইতলী বায়তুল রহমান জামে মসজিদের সামনে বিশেষ চেকপোষ্ট স্থাপন করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃক যুবক মো. মঞ্জুর আলম (৩২) চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, টেকনাফ থেকে মোটরসাইকেল যোগে কক্সবাজারে ইয়াবা পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে বরইতলীতে একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করা হয়। সন্ধ্যায় (চট্টমেট্রো –ল – ১৪৩৫৬৮) নম্বরের মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হলে তাকে ধাওয়া করে থামানো হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং মোটরসাইকেলের জ্বালানী তেলের ট্যাংকি থেকে ওইসব ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বলেন, ধৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপার্দ করা হয়েছে।