লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগে আরো দু’একদিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে শুক্রবার সন্ধ্যায় ভারী বর্ষণ হয় চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। প্রায় দেড় ঘণ্টার এ বর্ষণে পানিতে তলিয়ে যায় নগরীর বিভিন্ন এলাকা।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, চট্টগ্রামে শুক্রবার সকাল থেকে আকাশ ঘোমট ছিল। সন্ধ্যা ছয়টার পর ভারী বর্ষণ শুরুহয়। তিন ঘণ্টা পর পর বৃষ্টি রেকর্ড আপডেট হয় বলে রাত আটটা পর্যন্ত কি পরিমাণ বৃষ্টি হয়েছে তা নির্ণায় সম্ভব হয়নি।
চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সন্ধ্যার পর চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ভারী শিলা বৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আরো দু একদিন অব্যাহত থাকবে হালকা থেকে ভারী বর্ষণ।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া প্রবল বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, হালিশহর, ষোলশহর, মুরাদপুর, বাকলিয়া, বহদ্দারহাট, চান্দগাঁওসহ শহরের অধিকাংশ নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাটু পানিতে তলিয়ে যায়।