যুক্তরাষ্ট্রে মূলধারায় রবীন্দ্রসংগীত গাওয়ার সুযোগ পেলেন বন্যা

সাহিত্য ও সাংস্কৃতি
image_160027.1358120268প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মূলধারায় রবীন্দ্রসংগীত পরিবেশনের সুযোগ পেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। নিউ ইয়র্কে ওয়ার্ল্ড মিউজিক ইন্সটিটিউটে রবীন্দ্রসংগীত পরিবেশনের সুযোগ পেয়ে তিনি নিজেকে গর্বিত মনে করছেন। গত শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এভাবেই তিনি নিজের অনুভূতির কথা জানালেন।
নিউ ইয়র্কে টিবিএন মিলনায়তনে লেখক-সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ”গানের ভেতর দিয়ে রবীন্দ্রনাথকে যতটুকু চেনা যায়, অন্যকিছু দিয়ে তাঁকে ততটা চেনা যায় না।” সে জন্যে ওয়ার্ল্ড মিউজিক ইন্সটিটিউটে পরিবেশনকালে তিনি রবীন্দ্রনাথের গানের মাধ্যমে তাঁকে যথাযথভাবে তুলে ধরতে চেষ্টা করবেন বলে তিনি আশা করছেন।
সংবাদ সম্মেলনে রেজওয়ানা চৌধুরী বন্যা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। এক প্রশ্নের জবাবে বলেন, ”অন্যদেশে ভিন্নভাষীদের কাছে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম, চিত্র আগেই পৌঁছেছে। গানের বাণীও আগেই পৌঁছেছে। কিন্তু রবীন্দ্রনাথের গানের সুরের যে অসাধারণ আবেদন, তা সেই অর্থে পৌঁছেনি। এবার সেই সুযোগ এসেছে এবং আমি তা যথাযথভাবে পালনে সচেষ্ট থাকবো।”
ইন্সটিটিউটের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্যা ডেইজি প্যারাডিস, খ্যাতনামা সারেঙ্গি বাদক রমেশ মিশ্র এবং বিখ্যাত তবলাবাদক তপন মোদক সম্মেলনে উপস্থিত ছিলেন।
ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের দাম ৩৫ ও ৪০ ডলার করে। ভিআইপি টিকিটের মূল্য ৯৫ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *