টঙ্গীর মধুমিতা সড়কে আজমত-জাহাঙ্গীরের বাহন প্রবেশ করতেই ঝুম ঝুম বৃষ্টি শুরু হলো। পূর্ব থেকেই জড়ো হওয়া নেতাকর্মীরা মুহুর্তেই ভুলে গেলেন বৃষ্টির কথা। আশপাশের দোকান এবং ভবনের ভিতর থেকে বেড়িয়ে ভিজে ভিজেই মুর্হুমুহু স্লোগানে প্রিয় নেতাদের বরণ করেন। গুটি কয়েক কর্মীর হাতে ছাতা ছিল। অন্যরা বৃষ্টিতে ভিজেই আজমত-জাহাঙ্গীরের গাড়ি ঘিরে মিছিল সহকারে এগুতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে মধুমিতা রেল গেট পর্যন্ত লম্বা জনতার মিছিল। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম গতকাল বৃহস্পতিবার বিকেলে টঙ্গীতে ৫৬ নম্বর ওয়ার্ডের মধুমিতা এলাকায় প্রচারণায় এলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি একই এলাকার ৪৫ ও ৫৭ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান। মধুমিতা রেল গেট, বউ বাজার, জামাইবাজার, বিসিক, মিরাশপাড়া, নদী বন্দর, সালামের আটার কল, টঙ্গী রেল স্টেশন, নতুন বাজার, গাজী বাড়ি ও টঙ্গীবাজার এলাকায় গণসংযোগ করেন।
এর আগে সকালে ৩৪ নম্বর ওয়ার্ডের ছয়দানা সড়কে প্রচারণা চালান। বেলা সারে এগারটায় জেলা প্রশাসকের কার্যালয়ে ভাওয়াল সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সাথে আইন শৃঙ্খলা নিয়ে মতবিনিময় করেন। জেলা প্রশাসক ড. দেওয়ান মুহম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এসময় জাহাঙ্গীর বলেন, একটি দল হয়ে বহিরাগত সন্ত্রাসী, হত্যা মামলার আসামী এবং দূর্বৃত্ত্বদের এনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃস্টি করার পাঁয়তারা করছে। স্থানীয় নির্বাচন স্থানীয় জনসাধারনকে সম্পৃক্ত করে উৎসবমুখরভাবে সম্পন্ন করাই আমাদের প্রত্যাসা। আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে সব রকম সহযোগীতা করবো। প্রতিপক্ষ সকল প্রার্থীকে অনুরুধ করছি আসুন আমরা একসাথে একমঞ্চে প্রচারণা চালাই।
পূর্ব আরিচপুর জামাই বাজারে পথসভায় আজমত উল্লা খান বলেন, আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীর সাথে সাথে স্বাধীনতার পক্ষ শক্তি সুশিল সমাজের অধিকাংশ সংগঠন নৌকার পতাকাতলে ঐক্যবদ্ধ। আগামী ১৫ মে নৌকা মার্কা ঐতিহাসিক বিজয় অর্জন করবে। জাহাঙ্গীর বলেন, আজমত ভাইয়ের নেতৃত্বে আমাদের সুসংগঠিত প্রচারণার ফলে মহানগরের ঘরে ঘরে নৌকার রব উঠেছে। আগামী ১৫ মে নৌকা মার্কায় আপনাদের দোয়া, সহযোগীতা ও ভোট চাই।
এসময় অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ সভাপত মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক, সাধারন সম্পাদক মো. রজব আলী, কাউন্সিলর মো. আবুল হোসেন, ন্যাশনাল টিউবস সিবিএ সভাপতি আবুল হোসেন আমু, সা. সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, তাঁতী লীগ সভাপতি মো. শাহ আলম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
##
মিডিয়া সেন্টার
নৌকা মার্কা