গাসিক নির্বাচনে গ্রামবাংলানিউজের প্রথম জড়িপের ফলাফল

Slider টপ নিউজ সারাদেশ

mayor prarthi gcc

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: আসন্ন গাজীপুর সিটিকর্পোরেশন নির্বাচনে গ্রামবাংলানিউজের ফেইসবুক পেজে দুই প্রার্থীর জনপ্রিয়তা যাচাইয়ের জন্য একটি জড়িপ পরিচালিত হয়। ৬দিন চলে এই জড়িপ। জড়িপে ফেইসবুক ব্যবহারকারীদের সমর্থনে একটি ছোট পরিসরে জনপ্রিয়তা যাচাই হয়। এটি গ্রামবাংলানিউজের প্রথম জড়িপ। এই জড়িপ শুধু ভোটার নয়, কারা কারা কাকে পছন্দ করেন, সেটা প্রমান করে। এই জড়িপ ১৫মের নির্বাচনকে উৎসমুখর ও আনন্দময় করতে সহেযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি। ডিজিটাল বাংলাদেশ গঠনে মানুষকে বেশী করে তথ্য প্রযুক্তিতে সম্পৃক্ত করাই ছিল আমাদের মূল লক্ষ্য। জড়িপে যারা অংশ নিয়েছেন, তাদের প্রত্যককে গ্রামবাংলানিউজের পক্ষ থেকে কৃতজ্ঞতা সহ অভিনন্দন।

জড়িপে মোট সমর্থন দিয়েছেন ৮হাজার ৪’শ ৭৩জন সমর্থক। শেয়ার হয়েছে শত শত। দেখেছেন(ভিউয়ার্স) ২ লাখ ৭১ হাজার ৫৭২জন সমর্থক। লাইকস ও কমেন্টস পড়েছে (বিভিন্ন আইডি সহ) কয়েক হাজার।

জড়িপে ৮হাজার ৪’শ ৭৩জন সমর্থকের মধ্যে হাসান উদ্দিন সরকারকে ৭০% ও জাহাঙ্গীর আলমকে ৩০% জনপ্রিয় মনে করেছেন এই সমর্থকেরা।

এই জড়িপকে মূল্যায়ন করে প্রার্থীরা নিজেদের অবস্থান আরো শক্ত করতে সহযোগতিা পাবেন বলে আমাদের ধারণা। আর নিজেদের দুর্বল দিক চিহিৃত করে এগিয়ে যেতে পারবেন বলে আমরা মনে করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *