উচ্চ শিক্ষার গুণগত মান বাড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি কলেজগুলো (ডিগ্রি ও সম্মান) সংশ্লিষ্ট অঞ্চলের পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নিতে সম্মত হয়েছেন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যলয়ের উপাচার্যরা।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভবনে আয়োজিত এক জরুরি সভায় উপাচার্যরা এ ব্যাপারে একমত পোষণ করেন।
বিষয়টি বাস্তবায়নে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি এবং ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক একে আজাদ চৌধুরী।
ইউজিসির সদস্য মহব্বত খানকে প্রধান করে গঠিত কমিটিতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন উপাচার্য, ইউজিসির একজন অতিরিক্ত পরিচালক এবং দুইজন সদস্য। সদস্য সচিব হিসেবে থাকবেন ইউজিসির অতিরিক্ত পরিচালক।
গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থাকার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। তারই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠান। এরই ধারাবাহিকতায় রোববারের এ জরুরি সভা।