ন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশন (আইএমএসও) মহাপরিচালক পদে বাংলাদেশি প্রার্থীর বিজয়ী হওয়ার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
গত ২৭ ডিসেম্বর বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (প্রযুক্তি) নৌবাহিনীর ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা মঈন আহমেদ আইএমএসও মহাপরিচালক পদে নির্বাচিত হন।
আন্তর্জাতিক এ সংগঠনটিতে ৩২ বছর যাবত ইউরোপের প্রতিনিধিরাই নির্বাচিত হয়ে আসছেন। এবারই প্রথম ইউরোপের বাইরে এশিয়া অঞ্চলে বাংলাদেশের প্রতিনিধি এ পদে নির্বাচিত হলেন। আগামী বছর ১৫ এপ্রিল থেকে মহাপরিচালক হিসেবে মঈন আহমেদের কার্যকাল শুরু হবে।
রোববার (০৭ ডিসেম্বর) সচিবালয়ে নৌমন্ত্রী শাজাহান খান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সমুদ্র পরিবহনের নিরাপত্তা, বিপদের পূর্বাভাস, দুর্যোগ কবলিত সমুদ্র পরিবহনের সন্ধান, উদ্ধার কাজের সমন্বয় ও সম্প্রচার সেবার কাজ করে আন্তর্জাতিক এ সংস্থাটি। সংস্থার সদর দপ্তর লন্ডনে অবস্থিত।
নৌমন্ত্রী জানান, মহাপরিচালক পদের জন্য আইএমএসও সংগনটির ৯৯টি সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ, জার্মানি, ফ্রান্স, ও রোমানিয়াসহ ৫টি দেশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। মোট চারটি পর্যায়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রতিটি পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। চূড়ান্ত ভোট পর্বে বাংলাদেশের প্রতিনিধি ৪৯ ভোট এবং রুমানিয়া ৩৭ ভোট পায়।
মন্ত্রী আরও জানান, বর্তমানে আন্তর্জাতিক নৌ সংস্থায় (আইএমও) লিয়েনে কর্মরত রয়েছেন কাপ্টেন মঈন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।
মন্ত্রী বলেন, বাংলাদেশ গ্লোবাল মেরিটাইম ডিজাস্টার অ্যান্ড সেফটি সিস্টেম (জিএমডিএসএস) বাস্তবায়নে ইতিমধ্যে কোরিয়া সরকারের আর্থিক সহায়তায় ‘এস্টাবলিশমেন্ট অব জিএমডিএসএস অ্যান্ড মেরিটাইম নেভিগেশন সিস্টেম’ শীর্ষক ৩৭২ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। মহাপরিচালক পদে বাংলাদেশের প্রতিনিধির এ বিজয় প্রকল্প বাস্তবায়নে সহজ হবে।