কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএসএফের গুলিতে স্কুলছাত্র গুলিবিদ্ধ

Slider বিচিত্র

download

downloadকুড়িগ্রাম: ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রাসেল মিয়া (১৪) নামে এক স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার (৩০ এপ্রিল) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতারী গ্রামের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

রাসেল বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। সে বালাতারী গ্রামের আব্দুল হানিফের ছেলে। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানায়, বিকেলে রাসেল মিয়া, শাকিল, ফরহাদ, আলিমুদ্দিনসহ কয়েজন কৃষ্ণানন্দবকসি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩০ এর সাব পিলারের ৮ এর পাশে বাংলাদেশি নোম্যান্সল্যান্ডে ঘাস কাটতে যায়। এ সময় ৩৮ বিএসএফ ব্যাটালিয়নের নারায়ণগঞ্জ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে রাসেলের মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রমেকে পাঠায়।

এ বিষয়ে লালমনিরহাটের ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের বলেন, খবর পেয়ে বিজিবির টহলদলসহ ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানায়। মঙ্গলবার (১ মে) বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *