প্রিয় পাঠকদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা , আমাদের ভিউয়ার্স এখন প্রায় আড়াই লাখ

Slider গ্রাম বাংলা সম্পাদকীয়

31280214_2173799412760920_2159421062922633216_n

গ্রামবাংলানিউজ পরিবারের পক্ষ থেকে সকল সম্মানিত পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। আমাদের বর্তমান ভিউয়ার্স প্রায় আড়াই লাখ। লাইকার্স প্রায় ৭০ হাজার। মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুন্দর ও গনতান্ত্রিক দেশ গড়ার কাজে সহযোগিতা করার দৃঢ প্রত্যয় নিয়ে আমাদের পথচলা শুরু।

আমাদের পথচলায় সব সময় আমরা সম্মানিত পাঠকদের সহযোগিতা ও সমর্থন পেয়েছি। দল ও মতের উর্ধ্বে উঠে গ্রামবাংলার অবহেলিত মানুষের না বলা কথা বলার অঙ্গিকার নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমরা আশা করি সকলের সার্বিক সহযোগিতায় ইনশাল্লাহ আমরা আামদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। আমাদের এই শুভযাত্রার সঙ্গী হিসেবে আপনাদের প্রতি জানাই অভিনন্দন। নিরপেক্ষ সংবাদ জানতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, আমরাও আছি আপনাদের সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল এ্যাপসে।

মূল পাতা

https://www.facebook.com/grambanglanews24/

ধন্যবাদ
সম্পাদক
গ্রামাবাংলানিউজটোয়েন্টিফোরডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *