কূটনৈতিক রিপোর্টার: মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা শাস্তিমূলক কোন পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ছাড়াই ঢাকা ছেড়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা। যাওয়ার আগে বিমানবন্দরে এক সংবাদ সন্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনে স্বাক্ষর হওয়া বাংলাদেশ-মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের ওপর জোড় দিলেন প্রতিনিধি দল। বললেন, বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে যে চুক্তি হয়েছে তা বাস্তবায়ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ কাজে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায় সহায়তা দিয়ে যাবে।
প্রতিনিধিদল সদস্যরা আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের অগ্রাধিকারে থাকবে। নিউইিয়র্কে ফিরে তারা এ সঙ্কট সমাধানে কার্যকর পথ খুঁজবেন।
নিরাপত্তা পরিষদ প্রতিনিধিরা জানান, প্রত্যাবাসন চুক্তির বাস্তবায়ন নিয়ে সদস্য কোন রাষ্ট্রের তরফে কোন বাধা নেই। সবাই বাংলাদেশের সঙ্গে আছে।
উল্লেখ্য, তিনদিন সফর শেষে প্রতিনিধিদল আজ দিনের শুরুতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে শনিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমস্যরা। সেখানে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তারা।