সাংগঠনিক সভা থেকে বিএনপির ১৭ নেতা গ্রেফতার

Slider রাজনীতি

279910_195

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশীদসহ ১৭ জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে বাংলামটর এলাকায় রূপায়ন সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তারা মে দিবস উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতি সভা করছিলেন।

গ্রেফতার কৃতদের মধ্যে রয়েছেন- দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি এম শামসুল হুদা, সহ-সভাপতি মোঃ ইউনুস মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন, কে এম জোবায়ের এজাজ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটু, রফিকুল ইসলাম রাসেল, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মোয়াজ্জেম হোসেন খান, মোঃ নয়ন, ছাত্রদলের আল মামুন পান্না সহ আরও কয়েকজন। গ্রেফতারের পর এদেরকে রমনা থানায় নিয়ে যাওয়া হয়।

মহানগরের নেতাদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে চলমান আন্দোলনকে দমন করার উদ্দেশ্যেই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম চালানো হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে। কিন্তু এসব নিপীড়ণ করে সরকার যেমন জনগণের রোষ থেকে রেহাই পাবেনা তেমনি দেশনেত্রীর মুক্তি আন্দোলনকেও বাধাগ্রস্ত করতে পারবে না।

বিএনপি মহাসচিব অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *