স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর অফিস: গাসিক নির্বাচনের আর মাত্র ১৬দিন বাকী। চলছে প্রচারণা। এরই মধ্যে প্রচারকদের নিয়ে দুই প্রার্থী বিপরীত অবস্থানে রয়েছেন। একজন বলছেন স্থানীয় নির্বাচন স্থানীয়রা প্রচারণা করবেন। প্রতিপক্ষ বলছেন তাদের প্রচারণায় বাঁধা দেয়া হচ্ছে।
আজ শনিবার গণমাধমের কাছে প্রধান দুই জোটের প্রার্থী এই অভিযোগ করেন।
আওয়ামীলীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, এটা স্থানীয় নির্বাচন। তাই স্থানীয় লোকেরা প্রচারণা করবেন। প্রতিপক্ষ বিএনপির প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন, স্থানীয় লোক না পেয়ে তারা বহিরাগত লোক এনে প্রচারণা চালাচ্ছেন।
বিএনপির প্রার্থী হাসান সরকার অভিযোগ করেন, প্রচারণায় তাকে বাঁধা দেয়া হচ্ছে। তার লোকজনকে গ্রেফতার করা হচ্ছে। তিনি সকলের জন্য সমান সূযোগ দাবী করেন।