লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলিতে একাধিক মামলার আসামি নুরুল আলম নুরা নামে এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জের চরশাহী ইউনিয়নের গণিপুর গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপ গান, ৫ রাউন্ড কার্তুস, ৬ রাউন্ড গুলির খোসা ও ডাকাতির সরঞ্জমাদি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
নিহত নুরুল আলম নুরা পূর্ব জাফরপুর গ্রামের শামছুদ্দোহার ছেলে। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমদ জানান, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশকে লক্ষ্য করে ডাকাত দলের সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে স্থানীয় গ্রামবাসী বেরিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। এসময় হত্যা, ডাকাতিসহ ৬ মামলার আসামি নুরুল আলম নুরাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।