চট্টগ্রামে মোটরসাইকেল থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এসময় মোটরসাইকেলসহ মো. সোহেল মিয়াকে (২০) আটক করা হয়। তিনি নেত্রকোনার পূর্বধলা বানিয়াকান্দি গ্রামের মো. চান মিয়ার ছেলে। মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের ভেতর সুকৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা করা হয়েছিলো। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫৫ লাখ টাকা। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিছু মাদক ব্যবসায়ী পটিয়া থেকে মোটরসাইকেলে ইয়াবার একটি চালান চট্টগ্রাম শহরে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রিববার রাতে স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে কর্ণফুলী থানার চরফরিদ, চরলক্ষ্যা হজরত তৈয়ব শাহ সিএনজি লিমিটেডের সামনে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করতে থাকে।
এ সময় চট্টগ্রামগামী একটি কালো রঙের মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা থামানোর সংকেত দেন। মোটরসাইকেলটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামিকে আটক করে। এরপর তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের ভেতর থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার আসামি এবং উদ্ধার করা ইয়াবা, নগদ ৭ হাজার ৪১০ টাকা, দুটি মোবাইল সেটসহ অন্যান্য মালামাল পরবর্তী আইনি ব্যবস্থা নিতে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪) এর ১৯(১) এর টেবিল ৯(খ)/২১ ধারা অনুযায়ী কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।