মাসুদ পারভেজ (কাপাসিয়া প্রতিনিধি): ডিজিটাল স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গ্রামীনফোন এবং টেলিনর হেলথ এর ডিজিটাল স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান টনিকের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মারিয়াম ফাউন্ডেশন। চুক্তিটি স্বাক্ষর করেন মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আলম আহমেদ এবং টেলিনর হেলথ এর চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব সাজিদ রহমান।
টনিক গ্রাহকরা যেসব সুবিধা পাবেন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সুবিধা হলো, এসএমএস, ওয়েব ও ফেসবুকের মাধ্যমে প্রতিদিনকার সুস্থজীবন যাপনে ভালো খাওয়া, সক্রিয় থাকা এবং মানসিকভাবে সজীব থাকা নিয়ে বিভিন্ন টিপস ও তথ্য, সপ্তাহের সাত দিন ২৪ঘণ্টা ফোনের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারের তথ্যবহ ও বন্ধুত্বপূর্ণ পরামর্শ, দেশজুড়ে স্বনামধন্য ৫০টিরও বেশি হাসপাতালে, হাসপাতাল ফি-এর ওপর ডিসকাউন্টের সুযোগ ইত্যাদি।মরিয়ম ফাউন্ডেশন এর কর্নধর আলম আহমেদ বলেন আমি গরিব দুখী মানুষের পাশে থাকতে চাই কাপাসিয়ার জন সাধারনের পাশে থেকে তাদের সেবা করতে চাই।