ঢাকা: বাংলাদেশে ২০১৭ সাল থেকে নিরাপত্তা রক্ষাকারীদের হাতে নির্যাতন ও হত্যার বিচারে সরকার সীমিত পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার বিষয়ক প্রতিবেদনের বাংলাদেশ অংশে একথা বলা হয়েছে।
শুক্রবার এ রিপোর্ট প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন জে সুলিভান। এতে বলা হয়, বাংলাদেশের সরকারি টেলিভিশন স্টেশনে (বিটিভি) রয়েছে সরকারের সম্পাদকীয় নিয়ন্ত্রণ। বেসরকারি চ্যানেলগুলোকে কোনো অর্থের বিনিময় ছাড়া সরকারি কর্মকান্ড প্রচার করাতে বাধ্য করা হচ্ছে। এতে বলা হয়, নাগরিক সমাজ মনে করে, যেসব টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স অনুমোদন দেয়া হয়েছে তারা সবাই ক্ষমতাসীন দলের সমর্থক।
এ জন্য লাইসেন্স পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপের প্রভাব। এতে আরো বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান সংবাদ মাধ্যম সহ সবার মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। কিন্তু সেই অধিকারের প্রতি মাঝে মাঝেই সরকার সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। মত প্রকাশের স্বাধীনতায় রয়েছে উল্লেখযোগ্য সীমাবদ্ধতা। হয়রানি ও প্রতিশোধের ভয়ে অনেক সাংবাদিক সরকারের সমালোচনামুলক লেখা নিজেরাই সেন্সর (সেলফ সেন্সরড) করেন