২৯তম আরব শীর্ষ সম্মেলন শুরু

Slider সারাবিশ্ব

112357Arab

আরব নেতাদের ২৯তম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। রবিবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় নগরী দাহরানে এই সম্মেলন শুরু হয়। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন।

সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স সমন্বিত হামলা চালানোর ২৪ ঘণ্টা পর এই শীর্ষ সম্মেলন শুরু হলো। গত সপ্তাহে সিরিয়ার পূর্বাঞ্চলীয় গৌতা শহরে বিদ্রোহীদের ওপর সিরিয়ার রাসায়নিক হামলার জবাবে এ আক্রমণ চালানো হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এবারের আরব শীর্ষ সম্মেলনের মূল বিষয়বস্তু সিরিয়া পরিস্থিতি।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় আরব দেশগুলোর ঐক্যবদ্ধ নীতির আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ফিলিস্তিন সমস্যার সমাধান এখনো আরব বিশ্বের মূল ইস্যু।

কিন্তু তিনি তার ভাষণে সিরিয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বলা থেকে বিরত থাকেন বলে জানা গেছে।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *