ঢাকা: টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় ঢাকার সঙ্গে সারাদেশে বন্ধ থাকা রেল যোগাযোগ পাঁচ ঘণ্ট পর চালু হয়েছে। আজ রোববার বেলা বারোটার দিকে টঙ্গিতে ট্রেন দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে বিকাল ৫ টার দিকে রেল চলাচল শুরু হয়। দুপুর বারোটার দিকে টঙ্গির নতুন বাজার এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পড়ে। এসময় ট্রেন থেকে লাফিয়ে পড়ে ৪ যাত্রী নিহত ও ২৬ যাত্রী আহত হন। এ ঘটনার পরে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তর ও দক্ষিণ বঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পাঁচ ঘন্টা পরে রিলিফ ট্রেন ট্রেনলাইন পরিষ্কার করলে ট্রেন চলাচল শুরু হয়।