অভিনেত্রী অধরা’র ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ‘বাজে’ পোস্ট

Slider বিনোদন ও মিডিয়া

17389
মঙ্গলবার গভীর রাতে অভিনেত্রী অধরার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাজে একটি পোস্ট আসে। এতে তাঁর ভক্তরা বিস্মিত হয়ে যায়। সবাই নানা প্রশ্ন সহকারে মন্তব্য করতে থাকেন। তখনও অধরা জানেন না বিষয়টি। তিনি তখন ‘মাতাল’ ছবির শুটিং ফ্লোরে শট দিতে ব্যস্ত।

অধরার এক আত্মীয় জানান, ‘অধরা ব্যস্ত। আমরা দেখেছি পোস্ট। তাঁর আইডি হ্যাক করে পোস্ট দেয়া হয়েছে। আমরা বিষয়টি দেখছি। ‘বিষয়টি জানার পরই তৎপর হন অধরা। এরপর সারাদিন শেষ আজ বিকেলে অ্যাকাউন্টটি নিজের নিয়ন্ত্রণে আনতে সক্ষম। ‘বাজে’ মন্তব্য পোস্ট করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

অধরা নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, আমার আইডি গতকাল হ্যাক হয়েছে। যে কোনো পোস্ট বা অপ্রীতিকর ম্যাসেজ, অবস্থা উপেক্ষা করুন দয়া করে। ধৈর্য ধরার জন্য এবং বিচার না করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের সহযোগীতার জন্য কৃতজ্ঞ। এই ধরনের বিষয় আবার যাতে না ঘটে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ‘

অধরা মাতাল ছবির শেষ লটের শুটিং শেষ করছেন। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *