কোনা কোটাই থাকবে না : সংসদে প্রধানমন্ত্রী

Slider জাতীয়

213024hasinaPMO0100
কোটা পদ্ধতি যেহেতু কেউই চায় না তাহলে কোনো কোটাই দরকার নেই বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নত্তোর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

এসময় কোটা সংস্কারের আন্দোলনের প্রথম রাতে ভিসির বাড়িতে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ঘটনাটি নিয়ে ভিসির বাড়িতে হামলা করা হলো। ভিসির ওপরে পর্যন্ত আঘাত করতে গেছে। তার ছেলে-মেয়েরা ভয়ে পালিয়ে ছিলো। এটা কেন। কতোটা পরিকল্পিতভাবে
এ ঘটনা ঘটানো হয়েছে। যারা এর সঙ্গে জড়িত তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার যোগ্য না। এর তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, খুব দুঃখ লাগে যখন দেখলাম, হঠাৎ কোটা চাইনা বলে অন্দোলন। ছেলে মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে রাস্তায নেমে এলো। রাস্তা-ঘাট বন্ধ করে দিলো।

এটা নিয়ে একটা গুজব সৃষ্টি করা হলো। একটি ছেলের মাথা ফেটে গেছে তাকে নিয়ে গুজব ছড়ানো হলো সে মারা গেছে। মেয়েরা রাত ২টার দিকে গেটের তালা ভেঙে রাস্তায় নেমে আসলো। একটা দুর্ঘটনা ঘটলে দায়িত্ব কে নিতো?

এর আগে কোটা সংস্কার নিয়ে আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলবেন বলে জানিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছিলেন, সকলে ধৈর্য ধরুন, প্রধানমন্ত্রী কোটা সংস্কার নিয়ে কথা বলবেন।

বুধবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *