সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপাচার্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, সহকারী প্রক্টর মো. আবদুর রহিম প্রমুখ।
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আমি চিকিৎসকদের ভালোভাবে চিকিৎসা দিতে বলেছি। তারাও চিকিৎসা নিয়ে সন্তুষ্ট রয়েছে।