ক্ষমা না চাইলে মতিয়া চৌধুরীকে অবাঞ্চিত ঘোষণা

Slider টপ নিউজ

17169

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংসদে দেয়া কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্য আগামীকালকের মধ্যে প্রত্যাহার করে জাতির সামনে ক্ষমা না চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাকে অবাঞ্ছিত করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ
করে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের তুলোধুনা করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সোমবার সংসদ অধিবেশনে বলেন, ‘পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ চলছে, চলবে। রাজাকারের বাচ্চাদের আমরা দেখে নেবো। মতলববাজ, জামায়াত-শিবির, তাদের এজেন্টদের বিরুদ্ধে সামান্য শৈথিল্য দেখানো হবে না। ’

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সুযোগ পাবে না, রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে? তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত হবে? রাজধানীকেন্দ্রিক একটি এলিট শ্রেণী তৈরির চক্রান্ত চলছে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *