এবার ফ্যাশন শোতে সৌদি নারীরা

Slider সারাবিশ্ব

arab-fashion-week
কয়েক বছর আগেও সৌদি নারীদের বিভিন্ন সামাজিক, ব্যবসা বাণিজ্য, এমনকি বিনোদনমুলক কর্মকাণ্ডে অংশগ্রহণ ছিল অকল্পনীয়। তবে এরই মধ্যে নারীদের গাড়ি চালানো, স্টেডিয়ামে খেলা দেখা, হলে গিয়ে সিনেমা উপভোগ এসবকিছু থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার। সর্বশেষ এবার ফ্যাশন শোতে যোগ দিতে যাচ্ছে সৌদি নারীরা। যা সৌদি আরব ইতিহাসে এটাই প্রথম ফ্যাশন শো।

আগামি ১০ এপ্রিল থেকে রাজধানীর পাচঁ তারকা হোটেল রিটজ কার্লটনে চারদিন ব্যাপী এ ফ্যাশন শো শুরু হবে। ফ্যাশন শোতে আরব ডিজানাইরদের পাশাপাশি ইউরোপিয়ান ডিজাইনাররাও অংশ নেবেন।

‘আরব ফ্যাশন উইক রিয়াদ’ শীর্ষক এই আয়োজনে বিদেশিরা বেশ আগ্রহ দেখাচ্ছেন বলে জানিয়েছেন আয়োজক সংস্থা আরব ফ্যাশন কাউন্সিলের সৌদি চাপ্টারের পরিচালক লায়লা ইসা আবুজায়েদ।

এর আগে ফেব্রুয়ারিতে এই ফ্যাশন শো আয়োজনের কথা থাকলেও তা পিছিয়ে চলতি মাসে করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *