মার্কিন কংগ্রেসের স্পিকার হতে চান কংগ্রেসম্যান ক্রাউলি

Slider সারাবিশ্ব

joseph_crowley

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ তথা হাউজে ডেমক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে নিউইয়র্কের কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি (৫৬) স্পিকার পদে লড়তে পারেন। তবে, আগের স্পিকার ন্যান্সী পেলসী (ক্যালিফোর্নিয়া-ডেমক্র্যাট) আবারো প্রার্থী হলে ক্রাউলি লড়বেন না। হাউজে চতুর্থ শীর্ষস্থানীয় ডেমক্র্যাট ক্রাউলি কংগ্রেসনাল বাংলাদেশ ককাসেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া, গত দু’বছর যাবৎ কংগ্রেসনাল ডেমক্র্যাটিক ককাসেরও চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছেন। সামনের নির্বাচনে হাউজের নেতৃত্ব ডেমক্র্যাটদের কব্জায় আসবে বলে বিভিন্নভাবে পরিচালিত জরিপে আশাবাদ পোষণ করায় ডেমক্র্যাটরা নড়েচড়ে উঠেছেন।

গতকাল রবিবার কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি মার্কিন গণমাধ্যমকে বলেছেন, ‘আমি পরিস্থিতি অবলোকন করছি। ন্যান্সী পেলসী (৭৮)যদি স্পিকার পদে পুনরায় প্রার্থী হতে না চান, তাহলে অবশ্যই নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেব।’

উল্লেখ্য, ২০০৩ সাল থেকেই পেলসী হাউজে ডেমক্র্যাটিক পার্টির নেতা হিসেবে রয়েছেন। এরইমধ্যে নানাবিধ কারণে ক্রাউলির গুরুত্ব বেড়েছে দলীয় ফোরামে। পরবর্তী প্রজন্মের নেতৃত্বের জন্যে ক্রাউলির কথা অনেক সহকর্মী ভাবছেন। বিশেষ করে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-পশ্চিমাঞ্চলীয় অনেক রাজ্যে রিপাবলিকানদের ভোট বেড়ে যাওয়ায় হাউজে ডেমক্র্যাটিক পার্টির নেতৃত্বে পরিবর্তন আনার ওপর জোর দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *