সালমান খানের দেওয়া হয়েছিল পাঁচ বছরের কারাদণ্ড। কিন্তু, ৪৮ ঘণ্টা কারাগারে কাটিয়েই বাড়ি ফিরছেন বলিউডের ‘ভাইজান’। শনিবার ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জামিন পেলেন সালমান খান। শনিবার সন্ধ্যায় তিনি কারাগার থেকে বেরিয়ে এসে রাত আটটা নাগাদ চাটার্ড বিমানে মুম্বাই পৌঁছান।
সালমানের জামিনের খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মেতে ওঠেন তার অনুগামীরা। রীতিমতো বাজি ফাটিয়ে উৎসবে মাতেন তারা। পাশাপাশি, সালমানের জামিনের রায়ে স্বস্তিতে বলিউডও। কারণ, সালমানের পেছনে মুম্বাইয়ে এই মুহূর্তে লগ্নির পরিমাণ প্রায় হাজার কোটি টাকা।
২০ বছর আগেকার কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর থেকেই সালমানকে রাখা হয় যোধপুর কেন্দ্রীয় কারাগারে। শুক্রবার রাতে তাকে ডাল, রুটি, তরকারি খেতে দেওয়া হয়।
কারাসূত্রে জানা গেছে, বিচারক বদলির খবর পেয়ে তিনি নাকি অস্থির হয়ে পড়েছিলেন। রাতে দু’চোখের পাতা এক করতে পারেননি।
যোধপুর দায়রা আদালতের জামিনের আবেদন জানিয়ে সালমানের তরফ থেকে বলা হয়, যে সাক্ষীদের কথার ওপর ভিত্তি করে এই মামলার সাজা ঘোষণা করা হয়েছে, তাদের মন্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। শুক্রবার বেশ কিছুক্ষণ শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক রবীন্দ্রকুমার যোশি।