সাকিবে বাজী ধরলেন মুরালিধরন! সানরাইজার্স হায়দ্রাবাদ দলের দুই স্পিনার সাকিব আল হাসান ও রাশিদ খানে সাফল্য দেখছেন দলের স্পিন বিশেষজ্ঞ লঙ্কান কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন। দলের কম্বিনেশন ও আইপিএলের উইকেট বৈচিত্র্য মাথায় রেখে এবারের মৌসুমে প্রতি ম্যাচেই এই দুই স্পিনারকে খেলাতে চাইছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিশেষ করে গত মৌসুমে এক রাশিদ খান ছাড়া হায়দ্রাবাদ স্কোয়াডে বিশ্ব মানের স্পিনার ছিল না। ফলে চাইলেও স্পিন সহায়ক উইকেটে দুই স্পিনার খেলাতে পারেনি
দলটি। এবারের মৌসুমে অলরাউন্ডার সাকিবকে দলে পাওয়ায় দল সাজাতে সহজ হবে বলে বিশ্বাস রাখেন মুরলি।
তার ভাষায়, ‘গত বছর আমাদের বেশিরভাগ ম্যাচেই একজন স্পিনার খেলাতে হয়েছে। এই বছর আমরা অবশ্যই দুই স্পিনার খেলবে। কারন সাকিব একজন অলরাউন্ডার, এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারনে সে ব্যাট হাতে দলকে গুরুত্বপূর্ণ রানও এনে দিতে সক্ষম।
আর অলরাউন্ডার থাকলে একাদশ সাজাতেও সহজ হয়। এছাড়া আমাদের আরও কয়েকজন অলরাউন্ড স্পিনারও রয়েছে। কিছু কিছু উইকেটে আমাদের হয়তো তিন জন স্পিনার খেলাতে হবে। গতবার যেটা হয় নি, এবার তিন স্পিনার রাখা সম্ভব হবে। ’
আন্তর্জাতিক মানের দুই স্পিনার দলে থাকায় তাদের কাছে দলের প্রত্যাশাও বেশি। আসর শুরুর আগে সেই ইঙ্গিতও দিয়ে ভুলেননি এই লঙ্কান লিজেন্ড। তিনি বলেছেন,
‘রাশিদ খুবই আক্রমণাত্মক বোলার, সে সবসময় উইকেট শিকার করতে চায়। সাকিব যেই দলের হয়ে খেলেছে সেখানেই ভালো করেছে। সুতরাং আমরা আশা রাখছি, এই দুইজনই আমাদের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারবে। ’