ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের সাথে জুটি বেঁধে বোলিং করবেন বলে জানিয়েছেন ভারতীয় পেসার জসপ্রিথ বুমরাহ। গত দুই আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতালেও, এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এই টাইগার পেসারকে নিয়েই বোলিং পরিকল্পনা সাজাচ্ছেন বুমরাহ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বুমরাহ জানিয়েছেন, দলের প্রত্যেক পেসারই বিভিন্ন দক্ষতা নিয়ে এসেছে। তাদের মধ্যে কেউ বাঁহাতি অথবা কেউ ডানহাতি। এটি মুম্বাইকে সাহায্য করবে বলে বিশ্বাস এই ভারতীয় পেসারের। এই প্রসঙ্গে বুমরাহ বলেছেন, “আমাদের ইউনিটে প্রতিটি বোলারই বিভিন্ন দক্ষতা নিয়ে এসেছে। আমাদের প্রত্যেক পেস বোলারই আলাদা। এই সক্ষমতা বোলার থেকে বোলারের মধ্যে আসে। কেউ ডানহাতি, কেউ বাঁহাতি তাই এটা বেশ সাহায্য করে। ”
দলের সবাই একে অপরকে সাহায্য করলে তা দলের জন্যও ভালো হবে বলে মনে করেন বুমরাহ। নিজেদের মধ্যে আলোচনা করে তা কাজে লাগাতে পারলে ভালো কিছুর সম্ভাবনা দেখছেন এই পেস তারকা। বুমরাহর ভাষ্যমতে, “একটি বোলিং ইউনিট হিসেবে আমরা একে অপরের সাথে কথা বলি। আমরা চেষ্টা করি পরিকল্পনা কাজে লাগাতে যা আমরা আগে আলোচনা করেছি এবং আমরা একজন আরেকজনকে সাহায্য করার চেষ্টা করি। আমি আশা করছি এই বিষয়টি এই বছরও পুনরাবৃত্তি করতে সক্ষম হবো। “